এমডিএ জানিয়েছে, তারা চারটি স্থানে তাৎক্ষণিক সাড়া দিয়েছে এবং অনেক আহত ব্যক্তিকে কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর ইসরায়েলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
এদিকে তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আতঙ্ক শুরু হয়েছে।ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। সোমবার ভোরে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিব শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে ভয়ের, বিশৃঙ্খলার ও উৎকণ্ঠার দৃশ্য।সিএনএনের জেরুজালেম প্রতিনিধি জেরেমি ডায়মন্ড ঘটনাস্থল থেকে জানান, চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। রাস্তাজুড়ে ছড়িয়ে ছিল ধ্বংসাবশেষ, উদ্ধারকারী দল ও সেনাবাহিনী ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে।একজন নারী সিএনএন-কে বলেন, ‘আমি বেজমেন্টে লুকিয়ে ছিলাম, সেখান থেকেই বিস্ফোরণের ঝাঁকুনি টের পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমরা খুব ধীরে বাইরে এসেছিলাম, কারণ আমরা ভয়ে ছিলাম। হাঁটতে হাঁটতে দেখছিলাম, দালানগুলো ভেঙে পড়ছে। চারদিকে ধোঁয়ার গন্ধ… আমার নাক ঢাকার জন্য টি-শার্ট ব্যবহার করতে হয়েছিল। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, যাতে বেশি ধোঁয়া না টেনে ফেলি।