নিত্য নিউজ প্রতিবেদক
টিসিবি পণ্য নিতে হুমরী খেয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ। যোগানের চেয়ে ক্রেতা বেশী হওয়ায় হুরোহুরিতে বগুড়ায় কয়েকটি স্থানে সেনাসদস্যদের শৃংখলা ফেরাতে হয়েছে। বৃহস্পতিবার ডিসি অফিস চত্বরে সেনা সদস্যদের হস্তক্ষেপে শেষপর্যন্ত টিসিবি পণ্য বিতরন করা হয়েছে।
জেলা প্রশাসনের দপ্তর হতে জানা যায়, বগুড়া শহরের পাঁচটি পয়েন্টে ট্রাকে করে দেয়া হচ্ছে টিসিবি পণ্য। বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে ভীড় বাড়ছে এসব পয়েন্টে, দাড়াতে হচ্ছে লম্বা লাইনে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন পণ্য পাবেন ৪’শ জন। শহরের পাঁচটি পয়েন্টের পাঁচটি ট্রাক থেকে সব মিলিয়ে পণ্য পাবেন ২০০০ জন। তবে প্রতিটি ট্রাকের যে ৪’শ জনের পণ্য রয়েছে তার বিপরিতে ভোক্তা রয়েছে দ্বিগুণ। সারিবদ্ধ ভাবে দাড়ালেও ভোক্তা বেশি থাকায় পণ্য সংগ্রহে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন,এক কেজি চিনি ও এক কেজি ছোলা দেয়া হচ্ছে ৪৫০ টাকায়। চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত চলবে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) এ কার্যক্রম। তবে শুক্রবার এ কার্যক্রম বন্ধ থাকবে।