নিত্য নিউজ প্রতিবেদক:
জেলা প্রশাসন কর্তৃক সোমবার বিসিএল গ্লাস ইন্ড্রাস্ট্রিজ শেডে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আত্নপক্ষের সমর্থনে বিসিএল গ্রুপ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০এপ্রিল) মমইন কনভেনশন সেন্টারে বিসিএল গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার মোহাম্মদ উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তবে তিনি জানান, গতকাল বিসিএল গ্লাস ইন্ড্রাস্টিজ শেডের যে অংশ উচ্ছেদ করা হয়েছে তা লীজ কৃত সম্পত্তির অংশ নয়। এটি টিএমএসএস এর নিজস্ব কবলা সম্পত্তি। লিখিত বক্তব্যে আরো জানানো হয় উচ্ছেদ অভিযানে বিসিএল বিপুল পরিমান ক্ষতি হয়েছে যা নিরুপনের কাজ চলছে। তবে অন্য একটি সূত্রে জানা যায, ক্ষতির পরিমান প্রায ২০ কোটি টাকা।
এ দিকে জেলা প্রশাসন থেকে জানানো হয় যে, পানি উন্নয়ন বোর্ডের মাপজোক অনুযায়ী উচ্ছেদকৃত জমি করতোয়া নদীর জমি। যা অবৈধভাবে টিএমএস এস দীর্ঘদিন ধরে জবর দখল করে রেখেছে। আদালতের কোন নিষেধাজ্ঞা না থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুধু টিএমএস এস এর দখলকৃত জমিই নয় সকল অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয।
সংবাদ সম্মেলনে টিএমএস এস এর ভূমি ও আইন বিভাগের উপপরিচালক নজিবুর রহমান সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।