নিত্য নিউজ প্রতিবেদক:
“আসুন সচেতন হই, সচেতন করি ;United By Unique :এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এ বারের বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে ৪ ফ্রেব্রুয়ারী। তবে বিশ্বব্যাপী ক্যান্সার যোদ্ধাদের সমর্থনে ওই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ১০ ফেব্রুয়ারী বগুড়া ইবনে সিনা ডায়াগোনেস্টিক এন্ড কনসালটেসন সেন্টারে দিন ব্যাপি ক্যান্সার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এর আগে এক সচেতনতা মুলক র্যালি শহর প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। দিনব্যাপি এ সেমিনারে ক্যান্সারের ধরন, টিউমার এসব বিষয়ে সচেতনতা ও পরামর্শ প্রদান করেন টিউমার ও ক্যান্সান বিশেষজ্ঞ ডা: মো: তৌছিফুর রহমান।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল বগুড়ার অনকোলজি টীম এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
পরে পূনর্মিলনী অনুষ্ঠান শহরের লা ভিস্তা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিস্তারিত ব্যাখ্যায় বলা হয় “People Centred Care” অর্থাৎ একজন ক্যান্সার যোদ্ধাকে শুধুমাত্র রোগী হিসাবে চিন্তা করা যাবেনা। বরং তিনি একজন মানুষ। মানুষ হিসেবে প্রতিটি ক্যান্সার যোদ্ধার অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। ক্যান্সার সম্পর্কিত নানাবিধ ভুল ধারণার কারনে একজন ক্যান্সার যোদ্ধা শারীরিক, মানসিক ও আত্মিক ভাবে নিজ পরিবার এবং সমাজ থেকে বৈষম্যের শিকার হন এবং প্রয়োজনীয় সহায়তা সবসময় পান না। অথচ আমাদের সবারই তাদের প্রতি দায়িত্ব রয়েছে। তারাপ্রতিনিয়ত নানা অনিশ্চয়তা ও মৃত্যুর আতঙ্কে ভুগে থাকেন।
মনে রাখতে হবে ক্যান্সার অন্যান্য অসংক্রামক রোগের মতই একটি রোগ এবং এটি প্রতিরোধ ও নিরাময়যোগ্য। ক্যান্সার যোদ্ধার পাশে দাঁড়িয়ে তার সুস্থতার ব্যাপারে তাকে আত্মবিশ্বাসী করে তোলার প্রয়োজনীয় সহায়তার হাত প্রসারিত করা দরকার।