বগুড়ার ধনুটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নিত্য তথ্য বগুড়া রাজশাহী

নিত্য নিউজ প্রতিবেদক:

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া ধনুট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন গোসাইবাড়ী ইউনিয়ন কৃষক দলের সম্মানিত আহবায়ক জনাব মোঃ জাহিদুল ইসলাম, সঞ্চালনায় সদস্য সচিব মোঃ শামীম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক দলের আহবায়ক ও বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধনুট উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল মনসুর পাশা, বগুড়া জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক সামিউল আলম সামি, কৃষক নেতা হামিদুল হক নাফরু।

অনুষ্ঠানের জনাব রনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য উন্নত কৃষি প্রযুক্তি যেমন আধুনিক পাওয়ার টিলার ট্রাক্টর শেষ যন্ত্র এবং হারভেস্টার অল্প মূল্য কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলস্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন ১১.১১ মিলিয়ন টন থেকে ১৩.৬৬ মিলিয়ন টনে বৃদ্ধি পায়।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মসলা জাতীয় ফল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র ৪% সুদে ঋণ প্রদান করেন।

আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য সমবায় ভিত্তিক পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। এবং বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে কিভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক মহম্মদ হারুনুর রশিদ হারুন, কৃষক নেতা মোহাম্মদ আয়নাল হক মোঃ তারাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *