বিশেষ প্রতিনিধি: রাশেদ নিরব
৬ অক্টোবর (রবিবার) বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা রাজশাহী লক্ষ্মীপুর থেকে, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের হাতে রাত ৯ টা ৩০ মিনিটে গ্রেফতার করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই মুখপাত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছেন। তিনি আরো জানান, বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সজীবকে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে তিনি আরও জানান, হত্যাসহ হাফ ডজন মামলার আসামি সজীব সাহা, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।