বগুড়ায় নানা সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে ডা: জুবাইদা রহমনের জন্মদিন পালন 

নিত্য তথ্য বগুড়া বিএনপি

নিত্য নিউজ প্রতিবেদক:

বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে জিয়া পরিবার ও তাঁর শুভানুধ্যায়ীরা। সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

 

কর্মসূচির মধ্যে ছিল—পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ ও রোপণ, হৃদরোগ বিষয়ে সচেতনতামূলক পুস্তিকা বিতরণ, হাসপাতালের রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ এবং মিলাদ মাহফিলের আয়োজন।

 

সকাল ১০টায় বগুড়া প্রেসক্লাব প্রাঙ্গণ, শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ ও পার্কে নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন বগুড়ার সাবেক মেয়র, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।

 

সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রায় শতাধিক গাছ রোপণ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম।

ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. মনোয়ারুল কাদির বিটু শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন। এ সময় হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ডা. জুবাইদা রহমান রচিত পুস্তিকা বিতরণ করা হয়।

 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *