পিএসএল ফাইনাল লাহোরের একাদশে সাকিব নেই কেন

খেলাধুলা

‘পাখি লাহোরে এসে পৌঁছেছে’—এরপর দুটি আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্যের বিষয়ই বটে!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল শুরু হয়েছে কিছুক্ষণ আগে। খেলা শুরু হওয়ার মাত্র এক ঘণ্টা আগে পাকিস্তানে পা রেখেছেন সিকান্দার রাজা। বিমানবন্দর থেকে সোজা স্টেডিয়ামে গিয়ে নেমে পড়েছেন মাঠে!

সিকান্দার রাজাকেই ‘পাখি’ সম্বোধন করে আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে লাহোর কালান্দার্স।ভিডিওতে দেখা যাচ্ছে, লাগেজটা ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একজনের হাতে ধরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে বের হচ্ছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। গন্তব্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। পাখিও হয়তো এত দ্রুত উড়ে আসতে পারত না!সিকান্দার রাজার কারণেই কপাল পুড়েছে সাকিব আল হাসানের। রাজা দলে ফেরায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে লাহোরে একাদশে জায়গা হয়নি বাংলাদেশের অলরাউন্ডারের।তবে সাকিব না থাকলেও আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন একাদশে জায়গা ধরে রেখেছেন। সর্বশেষ ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ, শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২ বলে করেছিলেন ৫ রান।

ফাইনালে লাহোরের একাদশে আছেন রিশাদ হোসেন
ফাইনালে লাহোরের একাদশে আছেন রিশাদ হোসেনছবি: ফেসবুক এদিকে আজও একাদশে না থাকায় পিএসএলে এ বছর খেলা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের। ফলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষা আরও বাড়ছে তাঁর।

সিকান্দার রাজার উইকেট উদ্‌যাপন
সিকান্দার রাজার উইকেট উদ্‌যাপনছবি: পিসিবি

ফাইনাল খেলতে নেমেই লাহোরের আস্থার প্রতিদান দিয়েছেন রাজা। নিজের দ্বিতীয় বলেই আউট করেছেন কোয়েটার রাইলি রুশোকে।এবারের পিএসএল দিয়ে ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। কিন্তু তাঁর পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। ৩ ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র একটি। দুবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুবারই মেরেছেন ডাক। সাকিবের বাদ পড়াটা তাই প্রত্যাশিতই ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *