প্রথমবারের মতো তৃতীয় স্তরে নেমে গেল সাম্পদোরিয়া

খেলাধুলা
নিত্যনিউজ প্রতিবেদক:
ইতালির ঐতিহ্যবাহী ক্লাব সাম্পদোরিয়া ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি সি-তে অবনমিত হয়েছে। দেশটির শীর্ষ লিগের সাবেক চ্যাম্পিয়ন ও ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের রানার্স আপ দলটির জন্য মাত্র দুই বছর আগে সিরি বি-তে অবনমন ছিলো যথেষ্ট বিব্রতকর। এবার তারা পৌঁছে গেলো নিজেদের ইতিহাসের রেকর্ড তলানিতে।সিরি বি-তে এবারের মৌসুমে তাদের শেষ ম্যাচে মঙ্গলবার (১৩ মে) ইউভে স্তাবিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর রেলিগেশন প্লে-অফের স্থান হারায় ক্লাবটি।
এই ড্র-এর ফলে সালেরনিতানার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে ১৮তম স্থানে থেকে মৌসুম শেষ করে সাম্পদোরিয়া।১৯৮৯-৯০ মৌসুমে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ ও ১৯৯০-৯১ মৌসুমে সিরি এ শিরোপা জয় করেছিল সাম্পদোরিয়া। পরের মৌসুমে পৌঁছে গিয়েছিল ইউরোপিয়ান কাপের (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) ফাইনালেও। যদিও বার্সেলোনার কাছে হেরে রানার্স আপ হতে হয়েছিল তারকাবহুল সাম্পদোরিয়ার।সোনালী অতীত পেছনে ফেলে আসলেও সিরি আ-তে নিয়মিত ছিলো সাম্পদোরিয়া। তবে ২০২২-২৩ মৌসুম শেষে প্রথম বিভাগ থেকে অবনমিত হয়ে সিরি বি-তে নামে দলটি। ক্লাবটি দ্রুত এই লজ্জা থেকে ঘুরে দাঁড়াতে চাইলেও তা সম্ভব হয়নি।
২০২৩ সালের জুনে বিশ্বকাপজয়ী আন্দ্রেয়া পিরলোকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়।তবে তার অধীনে প্লে-অফে হেরে সাম্পদোরিয়া শীর্ষ লিগে ফিরতে ব্যর্থ হয়।
এরপর ২০২৪ মৌসুমের শুরুতে ক্লাব কর্তৃপক্ষ পিরলোকে ‘প্রকল্পের মূল অংশ’ বলে উল্লেখ করলেও, মাত্র তিন ম্যাচ পর তাকে ছাঁটাই করে সাম্পদোরিয়া।তার স্থলাভিষিক্ত আন্দ্রেয়া সত্তিল জেনোয়ার বিপক্ষে কোপা ইতালিয়ার ডার্বিতে জয় পেলেও পরবর্তী ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় পাওয়ায় তিনিও অক্টোবরেই চাকরি হারান। পরবর্তীতে দায়িত্ব নেন লিওনার্দো সেমপ্লিচি। তবে পরিস্থিতি আরও খারাপ হয় মার্চ মাসে ফ্রোসিনোনের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের হার দিয়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *