নিত্যনিউজ প্রতিবেদক: বগুড়া
বগুড়া সিভিল সার্জন অফিসে দুজন সিভিল সার্জন নিয়ে অস্থতিতে জেলার কয়েকশত ডাক্তার। এতে করে স্বাস্থ্যসেবা অফিস কার্যক্রমে প্রভাব পড়েছে জেলাতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের এক প্রগ্ঞাপনে গত ১৪ সেপ্টেম্বর বগুড়া জেলা সিভির সার্জন ডাঃ এ কেএম মোফাখখারুল ইসলামকে সিভিল সার্জন হিসেবে মানিকগঞ্জ জেলায় এবং মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন খুরশীদ আলমকে বগুড়া সিভিল সার্জন হিসেবে যোগদান করতে বলা হয়েছে। এবং স্ব স্ব কর্মস্থলে ১৭ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে হবে।
সিভিল সার্জন হিসেবে বগুড়াতে বদলীকৃত ডাঃ খুরশীদ আলম প্রতিবেদককে জানান ১৭ সেপ্টেম্বর বগুড়াতে যোগদান করতে এসে তিনি সিভিল সার্জন মোফাখখারুল ইসলামকে পাননি। এবং যোগদান করতে বাধা দেয় কিছু ডাক্তার নেতৃবৃন্দ। পরে ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় পরিচালক অফিসে যোগাযোগ করে সেখানে যোগদান করেন। তবে এখন পর্যন্ত তাকে দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না।তিনি জানান আর্টিকেল ৪৭ অনুযায়ী পূর্ববর্তী কর্মকর্তা তাকে দায়িত্ব বুঝে দেওয়ায় কথা। এ পরিস্থিতিতে সভিল সার্জনের পদ নিয়ে অনেকে বিভ্রান্তিসৃষ্টি হযেছে। এক অফিসে দুই কর্মকর্তা নিয়ে ডাক্তাদের মধ্য বিভিদ সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে ডাঃ এ কেএম মোফাখখারুল ইসলাম এখনো মানিকগঞ্জে যোগদান করেননি। তিনি বিএমএ এর দুইজন নেতার নাম উল্লেখ করে বলেন, তারা তাকে বগুড়াতে রাখতে চান, তাদের পরামর্শে তিনি এখনো দায়িত্ব বুঝে দেননি। কয়েকদিন দেখে তিনি সিদ্ধান্ত নিবেন। মানিকগঞ্জ যোগদান না করার সত্যতাও স্বীকার করেন।
এদিকে একাধিক ডাক্তার জানান, সামনে টীকাদানের বড় কর্মসূচী রয়েছে। এতে করে তাদের প্রস্তুতি নিয়েও ঝামেলা হচ্ছে।নির্দেশনা নিয়ে জটিলতা রয়েছে। পরিস্থিতির দ্রুত সমাধান চান তারা।