সব পরীক্ষার্থীকে ‘বি’ গ্রেড, বগুড়া জিলা স্কুলে বিক্ষোভ

Uncategorized

 

 

 

 

নিত্য নিউজ ডেস্ক:

বগুড়ায় জিলা স্কুলে কেন্দ্রের ভুলে ক্যারিয়ার বিষয়ে সব পরীক্ষার্থীকে ‘বি’ গ্রেড দেওয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা যায়।

স্কুল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ভুলের কারণে বগুড়ার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল, ওয়াইএমসি স্কুল ও বগুড়া পৌর হাইস্কুলের ৮৭৯ জন পরীক্ষার্থীর খাতায় ক্যারিয়ার বিষয়ে অপ্রত্যাশিতভাবে ‘বি’ গ্রেড দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে দুপুরে ফলাফল প্রকাশের পর থেকেই বগুড়া জিলা স্কুল চত্বরে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।ভুক্তভোগী শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘ক্যারিয়ার বিষয়ের উত্তরপত্র মূল্যায়নে কেন্দ্রের ভুলের কারণে ৫০ নম্বরের জায়গায় ২৫ নম্বর দিয়ে ফলাফল প্রকাশিত হয়েছে। এটা কেন্দ্র থেকেই দেওয়া হয়। এটা মেনে নেওয়া যায় না। এখন ভালো কোনো কলেজে ভর্তি হতে সমস্যা হবে। আমরা দ্রুত এর সমাধান চাই।বগুড়া জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিন বলেন, ‘রেজাল্ট প্রকাশের পরে বিষয়টি বুঝতে পারলাম। আমাদের কেন্দ্রে ৮৭৯ জন পরীক্ষার্থীদের ক্যারিয়ার সাবজেক্টে কমান্ডে ভুলে ৫০ নম্বরের জায়গায় ২৫ হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে শিক্ষাবোর্ডে যোগাযোগ করেছি। আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে।জিলা স্কুলে এই বিক্ষোভে অভিভাবকদের পাশাপাশি অন্যান্য স্কুলের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। বিক্ষোভকারীরা দ্রুত ফল পুনর্মূল্যায়ন ও সংশোধনের দাবি জানান। এসময় প্রধান শিক্ষককে অবরুদ্ধ অবস্থায় দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন জেলা স্কুলের শিক্ষার্থীরা।এবার এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান অর্জন করেছে বগুড়া জিলা স্কুল। দ্বিতীয় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে আছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলে

জ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *