তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী ভুয়া ব্যারিস্টার গ্রেফতার

Uncategorized

নিত্য নিউজ ডেস্ক:বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ভুয়া ব্যারিস্টার শামীম রহমানকে (৩৩) গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লিল মিয়ার ছেলে।বগুড়া ডিবি পুলিশের ব্রিফিংয়ে জানা যায়, প্রতারণার শিকার হারুন-উর রশিদ গত ২ জুলাই রাতে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে ঢাকা জেলায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদারের সাথে শামিম রহমানের পরিচয় হয়। এসময় শামীম নিজেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও পেশায় ব্যারিস্টার বলে জানায়। সে বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে জানিয়ে বগুড়ার মম ইনে ওই দুইজনকে ডেকে নেয়। ওই দুইজন মই ইনে গেলে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার জন্য ইমরানের কাছে দুই লাখ টাকা এবং গোলাম রব্বানীকে জেলা যুবদলের পদ দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করে। তখন ইমরান ও রব্বানী ৫০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে তারা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের জন্য নিজেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে আসছিলো বলে স্বীকার করেছে। এসময় শামীমের কাছ থেকে ডজনখানেক বিভিন্ন কোম্পানির সিম কার্ড, দুইটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড ও তার নামের বিভিন্ন ব্যাংকের ১০টি সইকৃত ফাঁকা চেক উদ্ধার করা হয়। তাকে উল্লেখিত মামলায় আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *