রাজনৈতিক বিশ্লেষক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান বলেছেন, তারেক রহমান বাংলাদেশে চলে এলে আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। নির্বাচন তাদের (সরকারকে) ফেব্রুয়ারিতেই দিতে হবে। এইটাই বাস্তবতা এবং এটাই হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।তিনি বলেন, সরকারকে স্থিতিশীল হতে হলে তার ৪টা পা থাকতে হয়। জনমত, সিভিল প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সামরিক বাহিনী— এই চারটি পা যদি শক্ত থাকে, তবে সরকার স্টেবল থাকবে। ড. ইউনূসের সরকারকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই পাগুলো শক্ত না। তিনি আরো বলেন, ড. ইউনূসের সরকারের জনমতের পেছনে ছাত্ররাই ছিল মূল শক্তি।যেকোনো কারণে হোক, ছাত্রদের যেভাবে রাজনীতিতে আসার কথা ছিল, সেভাবে তারা আসতে পারেনি। সিভিল প্রশাসনে দেখেন, এনবিআর শাটডাউন চলছে, সচিবালয়ের মধ্যে একটার পর একটা আন্দোলন হচ্ছে। সিভিল প্রশাসনের ওপর কিন্তু এই সরকার কোনো নেতৃত্ব নিতে পারেনি। তৃতীয়ত, পুলিশ প্রশাসন; সেখানেও কিন্তু আমরা দেখছি হচ্ছে না।একজনকে ধরা হচ্ছে, মব তার মুখে জুতা মারছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন— না, এটা ঠিক হয়নি। এতে মনে হচ্ছে, এখানেও সরকারের দুর্বলতা। মানে তার কোনো নিয়ন্ত্রণ নেই। চতুর্থ মিলিটারি; মিলিটারি বলেই দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে।বাস্তবতা হলো, ড. ইউনূসের সরকার যদি কোনো ষড়যন্ত্র করে, সেটা আর বাস্তবায়ন করার মতো অবস্থানে তারা নেই।তিনি বলেন, বাংলাদেশের দুইটা দলের পিপলস পাওয়ার ছিল, আছে। একটা হলো আওয়ামী লীগ অন্যটি বিএনপি। আওয়ামী লীগের একটা জনসমর্থন আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। দ্বিতীয়ত, জনমত আছে বিএনপির। তারেক রহমান বাংলাদেশে চলে এলে আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। নির্বাচন তাদের (সরকারকে) ফেব্রুয়ারিতেই দিতে হবে। এইটাই বাস্তবতা এবং এটা হবে