অক্টোবরের আগে ভাঙা রাস্তা মেরামত, সরবে পুরনো বাস : উপদেষ্টা রিজওয়ানা

Uncategorized
আগামী অক্টোবরের আগে সব ভাঙাচোড়া রাস্তা মেরামত ও পুরনো বাস সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘অক্টোবরের আগে ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে। নতুন করে আড়াই শ বাস কেনা হবে। বিআরটিএর মাধ‍্যমে পুরনো বাস সরিয়ে ফেলা হবে।সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করব। ঢাকার আশপাশে ইট ভাটাকে ‘নো ব্রিক ফিন্ড জোন’ ঘোষণা করা হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার।ধাপে ধাপে এটি করা যাবে। বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *