বগুড়ায় এখলাস বাহিনীর হামলা ও বোমা বিস্ফোরণ, আহত ৮

Uncategorized

* সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ।
* নিরাপত্তা শঙ্কায় শতাধিক পরীক্ষার্থী।

বগুড়া :
বগুড়া সদরে বিএনপি নেতা এখলাস বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আটজন। এনিয়ে গতকাল বুধবারও পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে যৌথ বাহিনীর অভিযান এবং থমথমে পরিস্থিতিতে আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে নিরাপত্তা শঙ্কায় আছে শতাধিক শিক্ষার্থী।গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে একটি পক্ষ আধিপত্য বিস্তারের চেষ্টা করে। আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে চালিতাবাড়ি গ্রামের অন্তত আটজন আহত হন। গুরুতর অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অভিযান চালানো হয়। দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।সংশ্লিষ্ট সুত্র জানায়, পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা বিএনপি নেতা এখলাসের ভাতিজাদের সঙ্গে চালিতাবাড়ি গ্রামের লোকজনের পূর্ব বিরোধ রয়েছে। এখলাস বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ তুলে চালিতাবাড়ি গ্রামবাসীর ব্যানারে দুদিন ধরে বিক্ষোভের জেরেই ঘটে সংঘর্ষ।গোয়েন্দা পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাঁচবাড়িয়ার এখলাস বাহিনীর লোকজনের সঙ্গে চালিতাবাড়ি গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এখলাস বাহিনী মসজিদের মাইকে সংঘর্ষের ঘোষণা দেয়। তারা চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।এ অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এখলাস মন্ডল। তিনি বলেন, কোনো ককটেল বিস্ফোরণ হয়নি। চালিতাবাড়ি গ্রামের লোকজনই মাইকে হামলার ঘোষণা দিয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একবার ধানের শীষ এবং দুইবার সতন্ত্র প্রার্থী ছিলাম। প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করছে।গতকাল বুধবার দুপুরে এই বিএনপি নেতার পক্ষে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তার ভাতিজা বউ মারজিয়া খাতুন। তিনি অভিযোগ করেন, এখলাস মন্ডলের নামে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্র করা হচ্ছে। তার সমর্থকদের বসতবাড়িতে হামলা হয়েছে। মালয়েশিয়া প্রবাসী যুবদল নেতা মিনজাহ মন্ডলের গরুর ফার্ম ভাঙচুর ও লুটপাট করেছে।এদিকে দুই পক্ষের সংঘর্ষের পর এলাকার থমথমে পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। মারুফা ও শাপলা নামের দুই শিক্ষার্থী জানায়, আজ বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে। শতাধিক পরীক্ষার্থী হামলার শঙ্কায় আছে। অনেকে ভয়ে আগেই শহরে চলে গেছে। কেউ কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না।বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এসময় গ্রেপ্তার তিনজনই সংঘর্ষের ঘটনায় জড়িত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *