সোমবার (২৩ জুন) কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছিল। এ ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।মঙ্গলবার (২৪ জুন) এক টেলিফোনালাপে পেজেশকিয়ান আমিরকে জানান, এই হামলার লক্ষ্য ছিল না কাতার কিংবা দেশটির জনগণ। বরং এটি কাতারের জন্য কোনও হুমকি নয় বলেই জানান তিনি।আমিরের দিওয়ান (কার্যালয়) থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘কাতার একটি প্রতিবেশী, মুসলিম ও ভ্রাতৃত্বপূর্ণ রাষ্ট্র হিসেবেই থাকবে। দুই দেশের মধ্যে সম্পর্ক সবসময় পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব রক্ষা ও সুসম্পর্কের ভিত্তিতে গড়ে উঠবে।’ কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ইরান মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটিটির দিকে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার মধ্যে ১৮টিই কাতারের প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করতে সক্ষম হয়।ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক আগ্রাসনের জবাবে এই শক্তিশালী ও বিধ্বংসী হামলা চালানো হয়েছে, যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রতিশোধ হিসেবে দাবি করা হয়।