জয়পুরহাট প্রতিনিধি: ২০ জুন, ২৫ইং
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহরের বৈরাগী মোড় এলাকার ফ্রেন্ডস গার্ডেন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এনসিপি’র জেলা যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবীর, ডা. নুরুল ইসলাম রঞ্জন, বোরহান উদ্দিন, মনিরুজ্জামান মনির, রাসেল মাহমুদ, তৌহিদুজ্জামান, কাজলী রানী মাহাতোসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর আগামী তিন মাসের মধ্যে জয়পুরহাটে একটি পূর্ণাঙ্গ ও কার্যকরী কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং জেলার প্রতিটি ইউনিটে এনসিপির ভিত্তি মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।