নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়া চারমাথা গোদারপাড়ায় জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহাবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু হাসান, গাবতলী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আঃ মান্নান, ম্যানেজিং কমিটির সদস্য এ্যাডঃ রুহুল আমিন, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধরন সম্পাদক ও ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ইমদাদুল হক মিলন।
প্রভাষক আখতারুজ্জামান এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নফিজ উদ্দিন, প্রভাষক এবাদুর রহমান, শিক্ষার্থী সিনথিয়া। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মান্নান, সাবেক কাউন্সিলর মাফুজার রহৃান, সমাজসেবক সামছুল মন্ডলসহ সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, অভিভাবক, সুধীজন, জনপ্রতিনিধি ও ২২০জন শিক্ষার্থীবৃন্দ।আলোচনা শেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি, শিক্ষার্থীদের কল্যান এবং জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া পরিচালনা করেন গোদারপাড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ শহিদুল ইসলা
ম।