নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে স্থানীয় বখাটেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই বখাটেকে আটক করেছে। শনিবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম শাকিল আহমেদ (৪০)। তিনি শিববাটি শাহি মসজিদ এলাকার সাজু মিয়ার ছেলে। পেশায় রিকশাচালক।
বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল শিববাটি এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাঁর এক কিশোরী কন্যাকে স্থানীয় জিতু নামের এক যুবক বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই ব্যক্তির বয়স অনেক বেশি হওয়ায় শাকিল বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না।
আজ দুপুরের দিকে ১০-১৫ জন বখাটে যুবক শাকিলকে বাড়ি থেকে ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। মেয়ের বিয়ে না দেওয়ার কারণে সেখানে শাকিলকে বেদম মারধর করা হয়। পরে তাঁকে নদীর ঘাটে ফেলে রেখে পালিয়ে যায় বখাটে যুবকেরা। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
জিতু জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক।
এঘটনায় তাকে দলের সকল সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।