জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযান, শতাধিক যাত্রীকে টাকা ফেরত

জয়পুরহাট

নিত্য নিউজ
জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযান, শতাধিক যাত্রীকে টাকা ফেরত
জয়পুরহাট প্রতিনিধিঃ ১১ জুন, ২৫ইং
জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে শতাধিক যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে ভাড়ার অতিরিক্ত টাকা। মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়া-জয়পুরহাট সড়কে বটতলী এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

অভিযানে দেখা যায়, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী এন্টারপ্রাইজ, অরিন এন্টারপ্রাইজ, আহাদ এন্টারপ্রাইজ ও এসআর ট্রাভেলসের বাসগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে। এ সময় সুপারভাইজারদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় বাস মালিকদের ওপর চাপ প্রয়োগ করতে জয়পুরহাট বাস টার্মিনালে আরেকটি টহল দল পাঠানো হয়। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে শতাধিক যাত্রীকে প্রায় ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। সেনাবাহিনীর এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

 

অভিযানে নেতৃত্ব দেন ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মেরাজ হোসেন বসুনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *