কেরালায় সিঙ্গাপুরের জাহাজে আগুন এখনো জ্বলছে, নিখোঁজ ৪

Uncategorized
ভারতের উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা দক্ষিণ উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যা সোমবার থেকে জ্বলছে এবং হেলে পড়েছে।

৮৭৯ ফুট দৈর্ঘ্যের কনটেইনারবাহী এমভি ওয়ান হাই ৫০৩ নামের জাহাজটিতে ২২ জন নাবিক ছিলেন। ভারতের বেপোর বন্দরের উপকূল থেকে প্রায় ৭৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে এতে আগুন ধরে যায়।

ভারতের উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে।এখনো চারজন নিখোঁজ রয়েছেন।উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার জানায়, জাহাজটিতে এখনো ‘আগুন ও বিস্ফোরণ অব্যাহত রয়েছে’ এবং এটি প্রায় ‘১০ থেকে ১৫ ডিগ্রি হেলে গেছে’। তারা যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায়, জাহাজের উপরিভাগে স্তূপ করে রাখা কনটেইনার থেকে আগুন বের হচ্ছে, আর চারপাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়েছে।কেরালায় সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে আগুনএর আগে সোমবার প্রকাশিত প্রাথমিক ছবিগুলোতে দেখা যায়, জাহাজে শক্তিশালী বিস্ফোরণের ফলে ভারী কনটেইনারগুলো ছিটকে পড়েছে বলে মনে হচ্ছে।কিছু কনটেইনার পানিতে পড়ে গেছে বলেও উপকূলরক্ষী বাহিনী জানায়।সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, নাবিকদের মধ্যে ‘কয়েকজন আহত হয়েছেন’। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, জ্বলন্ত ও কালো হয়ে যাওয়া জাহাজটির পাশে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলো থেকে আগুনের দিকে পানির প্রবল ধারা ছোড়া হচ্ছে।এমভি ওয়ান হাই ৫০৩ হলো ভারতের দক্ষিণ উপকূলে গত কয়েক সপ্তাহের মধ্যে বিপর্যয়ের মুখে পড়া দ্বিতীয় কনটেইনারবাহী জাহাজ।এর আগে ২৪ মে ভারতের কেরালা উপকূলে বিপজ্জনক পণ্য বহনকারী লাইবেরিয়ার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ ডুবে যায়। ভারতীয় নৌবাহিনী তখন জাহাজটির ২৪ জন নাবিককেই উদ্ধার করেছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *