গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর চেরাগ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকাগামী সরকার পরিবহনের একটি বাস রাজধানীর মহাখালীতে যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি টঙ্গীর চেরাগ আলী উড়ালসড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলের গোপালপুরগামী সনিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখির সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ সময় যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিলেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। চালক দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবীবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করেন তাঁরা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুই চালকের অবস্থা গুরুতর। দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।