শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা-সাবেক এমপি লালু

Uncategorized

নিত্য নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা ও দেশের মানুষের পাশে দাঁড়ানো। শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমরা মানুষের পাশে থাকতে চাই। তিনি আরো বলে, আওয়ামী লীগের দালাল, অথবা সরাসরি কোন দোসর জিয়া বাড়িতে প্রবেশ করে তাদেরকে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই পবিত্র ভূমিতে কোনভাবেই আওয়ামীলীগের কোন দোসরদের ঢুকতে দেওয়া হবে না। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় মঙ্গলবার দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়া বাড়িতে বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে গাবতলী ও শাজাহানপুর উপজেলার কর্মহীন ১০টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন।
সাবেক এমপি লালু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন। ‘তিনি প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিতেন। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন নেতা, সেটা বললেই কথা হয়ে যাবে না। তিনি একজন যুগ সৃষ্টি করা নেতা। জনগণ তাকে নাম দিয়েছে রাখাল রাজা। রাখাল যেমন ধান ক্ষেত, বিভিন্ন গ্রাম গঞ্জের মধ্যে তাকে চড়ে বেড়াতে হয়, ঠিক তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাইলের পর মাইল হেটে চলেছেন, জনগণের দুর্দশা উপলব্ধি করেছেন। উপলব্ধি করে তিনি এমন এমন কর্মসূচি দিয়েছেন সেটা থেকে জনগণ তার নাম দিয়েছেন রাখাল রাজা।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জি: রোকন তালুকদার। উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, আলি মুররাজি তরুণ, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিকুর রহমান মজনু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমু, হাসানুজ্জামান পলাশ, মতিন কাজী, খায়রুজ্জামান জিয়া, সোহেল শাহরিয়ার, সোহেল রানা সুমন, রাঙ্গা, মুন্না, অভি, নাহিদ,আরিফিন প্রমুখ।
বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মহীনদের মাঝে সেলাই মেশিন বিতরণ করতে এসেছি। তারেক রহমান ঘোষিত রাষ্ট মেরামতে ৩১ দফার কর্মসূচীতে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথায়ত পদক্ষেপ গ্রহণের বিষয় নিশ্চিত করেছে বিএনপি। বিএনপি রাষ্টক্ষমতায় গেলে নারীর উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *