ভারতে হুহু করে বাড়ছে করোনা, কলকাতায় এক নারীসহ ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

Uncategorized
পশ্চিমবঙ্গের কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ৪৩ বছর বয়সী নারীর মৃত্যু হয়েছে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহ ধরে ভেন্টিলেশন সাপোর্টে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী অ্যাকিউট করোনারি সিন্ড্রোম, সেপটিক শক এবং অ্যাকিউট কিডনি ইনজুরির মতো একাধিক কো-মরবিডিটিতে ভুগছিলেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যে মোট কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭২।গত ২৪ ঘণ্টায় ৪১ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই বলে জানানো হয়েছে। তবে নতুন করে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৩৩৪ জন।

ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৪০২৬ জন। একদিনে ৬৫ জন গোটা ভারতে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ১৪১৬ জন কেরালায় আক্রান্ত।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) মহাপরিচালক ডা. রাজীব বাহল সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘কভিড-১৯-এর এই নতুন রূপটি নিয়ে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমাদের কেবল সতর্ক থাকতে হবে। সরকার এবং সমস্ত সংস্থা কী ঘটছে তা পর্যবেক্ষণ করছে। ’

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব বলেছেন, ‘আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণরূপে সতর্ক এবং সমস্ত রাজ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *