গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের দুর্গম চর থেকে বিপুল পরিমান বিদেশি মদসহ মাদক কারবারি সহোদর দুই ভাইকে আটক করেছে পুলিশ।

Uncategorized

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের দুর্গম চর গুপ্তমনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারি মালেক মিয়া ও শয়কত আলীকে আটক করা হয়েছে। আটক মালেক মিয়া ও শয়কত আলী ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি গ্রামের হাবিজার রহমানের ছেলে।

আজ সোমবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়া সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে মাদকসহ তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভারতীয় তৈরি ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটার ৭৪ বোতল মদ জব্দ করা হয়অভিযানে কেরু অ্যান্ড কোম্পানির অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ২২ বোতল, ৩০০ মিলিলিটার ৯০ বোতলসহ তাদের আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *