সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু

Uncategorized

নিত্যনিউজ ডেস্ক:
১১ তম গ্রেডে বেতন নির্ধারন,১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদন্নতির দাবিতে সোমবার সকাল থেকে পূর্নদিবস কর্মবিরতি করছে সরকারি প্রাথমিক শিক্ষকরা। কর্ম বিরতিতে পাঠদান বন্ধ রয়েছে শ্রেনীকক্ষে।
বগুড়া জেলার ১ হাজার ৬ শত ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মবিরতি অব্যাহত রয়েছে। গত ৫ মে থেকে ১০ মে পর্যন্ত ১ ঘন্টা,১১ মে ১৬ মে পর্যন্ত ২ ঘন্টা, ১৭ শে থেকে ২৫ পর্যন্ত অর্ধদিবস এবং ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ন দিবস কর্মবিরতির ডাক দিয়েছে প্রাথমিক সহকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। দাবি মানা হলেই তারা শিক্ষা কর্যক্রম পুনরায় শুরু করবেন বলে জানান।
ঠনঠনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাহিম জানান, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে শিক্ষকরা ৩ দফা দাবি জানিয়ে আসছেন। কোন আশ্বাস না পাওয়ায় তারা পাঠ দান বন্ধ রেখেছেন। তবে অফিসের অন্যান্য কর্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *