জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Uncategorized

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক মহিলা দাখিল মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

সোমবার (২৬ মে) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এই রায় প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্ত আসামির নাম একরামুল হোসেন জয় (২৩)। তিনি ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া (উত্তরপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানাগেছে।

 

এছাড়া মামলার আরেক ধারায় তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ ডিসেম্বর দুপুর ১টার দিকে মাদ্রাসা ছুটির পর দশম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান আসামি একরামুল হোসেন জয় এবং পরবর্তীতে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত অভিযুক্তের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

 

এ বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রিনাত ফেরদৌসি রিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *