এমপি স্বপন ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের মামলা, ২৮টি অ্যাকাউন্টে ৬৫৩ কোটি টাকা লেনদেন

জয়পুরহাট নিত্য তথ্য

নিত্য নিউজ প্রতিবেদক:

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ মে) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি স্বপন জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন করে নিজের দখলে রাখেন।

 

তিনি নিজ, যৌথ ও প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ মোট ৬৫৩ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৯৭০ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন।

 

তার নামে একটি মামলা হয়েছে। জনসংযোগ কর্মকর্তা জানান, আসামি মেহবুবা আলম স্বামী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ২২ লাখ ৩৬ হাজার ৮২৮ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন।

এই অপরাধে মেহবুবা আলম, স্বামী স্বপনের নামে আরও একটি মামলা করেছে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *