সোমবার [১৯ মে] অনুষ্ঠিত হয়ে গেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর। এবার অতিথি ছিলেন সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ প্রবীণ-নবীন শিল্পীরা। এবার আজীবন সম্মাননা পেয়েছেন নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফেরদৌস আরা।এবার ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন—আধুনিক গানে শ্রেষ্ঠ নারী শিল্পী কর্ণিয়া, এ ছাড়া আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী শারমিন রমা, আধুনিক গানে শ্রেষ্ঠ সুরকার মেহেদী, আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী তারিক মৃধা।এ ছাড়া লোকসংগীত ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী সাব্বির নাসির, ছায়াছবির গানে শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ, শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী বালাম ও কোনাল। ছায়াছবির গানে শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ, শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল। শ্রেষ্ঠ অডিও কম্পানি ধ্রুব মিউজিক স্টেশন।
