ভারত থেকে ১৭ জনকে পুশইন করল বিএসএফ

Uncategorized
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি সীমান্তে দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ শনিবার ভোর ৫টায় হরিপুর উপজেলার চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪ জন পুরুষ ও ১৩ জন নারীকে আটক করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপির টহলরত টিম সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামক স্থানে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে।বিজিবি কর্তৃক আটককৃত ১৭ জন হলেন— যশোর জেলার বেনাপোল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর থানার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), বরিশাল জেলার গৌরনদী থানার সোহেল শিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের মেয়ে মোছা. সায়রা খাতুন (১১), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের ছেলে সোহেল (৭), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে রহিম (১৬), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার স্ত্রী মোছা. লাভলী (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে মো. সামিউল মোল্লা (৪), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার মেয়ে মোছা. আফসানা মোল্লা (৬)।এই বিষয়ে চাপসার বিওপি কমান্ডার জানান, আটককৃত ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশের দায়ে হরিপুর থানায় সোপর্দ  করা হয়েছে।এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ওই ১৭ জনকে বিএসএফ বাংলাদেশের ভেতরে পুশইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *