নিত্য নিউজ প্রতিবেদক:
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় অনুষ্ঠিত হলো রাষ্ট্র সংস্কার, জাতীয় ঐক্যমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক।
অনুষ্ঠানটি আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক, সুজন বগুড়া জেলা শাখা। শুক্রবার বিকেল চারটায় শহরের সাতমাথা এলাকার সৈকত হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত থেকে সংস্কারের মুল বিষয় বস্তু উপস্থাপন করেন সুজন এর প্রধান সমন্বয়ক দীলিপ কুমার সরকার। গোল টেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন বাপা জেলা শাখার সাধারন সম্পাদক জিয়াউর রহমান, হোটেল রেস্তোরা সমিতির মহাসচিব সৈকত সজন এর জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যবৃন্দ। তারা রাষ্ট্রের বর্তমান অবস্থা, সুশাসনের প্রয়োজনীয়তা এবং নাগরিকদের অধিকতর সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্র সংস্কারে সুপারিশ মালা পর্যালোচনা করা হয় এবং বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওযার জন্য সুপারিশ করা হয়।