নিত্য নিউজ ডেস্ক:
বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির অনুষ্ঠান পণ্ড হয়েছে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের হামলায়। বুধবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে এই ঘটনা ঘটে। পরে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের নেতাকর্মীরা শহরের টেম্পল রোড এলাকায় উদীচী কার্যালয়ের সাইনবোর্ডও খুলে ফেলে।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শহীদ খোকন পৌর শিশু উদ্যানে জাতীয় সংগীত পরিবেশন এর কর্মসূচির আয়োজন করে উদীচির বগুড়া শাখা। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরেই ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে একদল যুবক অনুষ্ঠান বন্ধ করার জন্য উদীচির নেতাকর্মীদের চাপ দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতিও হয়! এক পর্যায়ে বন্ধ হয়ে যায় উদীচির জাতীয় সংগীত পরিবেশনার কর্মসূচি।
এই ঘটনার কিছুক্ষণ পর উদ্যান সংলগ্ন টেম্পল রোডে উদীচির কার্যালয়ে ভাংচুরের চেষ্টা করে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা কার্যালয়ের সাইনবোর্ড খুলে ভেঙে ফেলে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।