নিত্যনিউজ প্রতিবেদক:
বগুড়া শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে অনুষ্ঠিত উদীচীর জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের হামলায় বাধাগ্রস্ত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে একদল যুবক উপস্থিত হয়ে উদীচীর নেতাকর্মীদের ওপর চাপ প্রয়োগ করে অনুষ্ঠান বন্ধ করতে বলে।
শুরুতে কথাকাটাকাটি, পরে হাতাহাতির ঘটনা ঘটে, যা শেষ পর্যন্ত উদীচীর জাতীয় সংগীত পরিবেশনা বন্ধ করে দেয়।
এর কিছুক্ষণ পর ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের কর্মীরা টেম্পল রোডে অবস্থিত উদীচীর কার্যালয়ে গিয়ে সেখানে ভাঙচুরের চেষ্টা চালায় এবং সাইনবোর্ড খুলে তা ভেঙে ফেলে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ হস্তক্ষেপ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।