পাক-ভারত ডিজিএমও বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর ভাষণ

আন্তর্জাতিক

নিত্য নিউজ ডেস্ক;
পাক-ভারত যুদ্ধবিরতি সংক্রান্ত নানা বিষয় নিয়ে ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে আজ সন্ধ্যায়। কিন্তু সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

যুদ্ধবিরতির পর ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল সোমবার বেলা ১২টায়। কিন্তু নির্ধারিত সময়ে আলোচনা হয়নি। বৈঠক পিছিয়ে যায়। অবশেষে সোমবার বিকেল সাড়ে ৫টায় বৈঠক শুর হয় বলে জানিয়েছে পিটিআই।

শনিবার পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসের সামরিক হামলায় ভারতের অবস্থা যখন নাস্তানাবুদ, ঠিক তখনই মার্কিন মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং গোয়েন্দা তথ্য উল্লেখ করে পাকিস্তানের ভয়াবহ আক্রমনের আভাস দেন। সেই সঙ্গে মার্কিন দুতিয়ালি তৎপর হয়ে ওঠে পাকিস্তান-ভারতকে তাৎক্ষনিক যুদ্ধবিরতিতে সম্মত করতে। যুদ্ধ বিরতি নিয়ে তৎপরতা শুরু করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও।

সেই যুদ্ধ বিরতি নিয়েই ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ডিজিএমও স্তরের বৈঠক আজ সন্ধ্যা ৭টার পর শেষ হয়। সংবাদ সংস্থা পিটিআই জানায়, সোমবার বিকেলে কথা হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)-এর মধ্যে।

তবে সেই বৈঠকের অলোচ্য বিষয় এবং সিদ্ধান্ত কোনটাই জানানো হয়নি। একারনে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে সন্দেহ সংশয় দানা বেঁধে উঠছে।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের ডিজিএমও পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে । সেই বৈঠকে আদতে কোন সিদ্ধান্ত হয়নি।

এই সিদ্ধান্তহীন বৈঠক নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আজ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর ভাষণের কথায় ভারতজুড়ে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

সীমান্তে যুদ্ধবিরতির মধ্যেও পাকিস্তান সেনাবাহিনীর ধারাবাহিক হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে চলেছেন বলে মনে করছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা।

ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী মোদী। এই খবর জানার পর ভারতের নাগরিকদের কৌতূহল এখন তুঙ্গে। একটাই প্রশ্ন কী নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ?

জাতির উদ্দেশে ভাষণে পাক-ভারত যুদ্ধ আবহে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বলতে পারেন তিনি। আবার সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় কোনও পদক্ষেপের ঘোষণাও করতে পারেন মোদি। সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক সম্ভাবনাই দেখা যাচ্ছে।
লেখক সাংবাদিক এবং কলামিষ্ট এফ শাহজাহান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *