নিত্যনিউজ প্রতিবেদক:
রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্টের ১৯৭ তম জন্মবার্ষিকী এবং ” বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস” ২০২৫ উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট ইউনিটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুব স্বেচ্ছাসেবকরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মানিক।
একই সাথে যুব যুব সদস্য রিয়াজুল, শিউলি যুব রেড ক্রস ও রেড ক্রিসেন্টের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন,
আলোচনায় বক্তারা রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উৎসাহ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “রেড ক্রিসেন্ট যুবদের কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়, তাদের নিষ্ঠা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপির প্রতিনিধি ও পুলিশ পরিদর্শক জনাব হাসমত আলী , যিনি সারা দেশে রেড ক্রিসেন্টের কাজের ধারাবাহিকতা ও প্রভাব তুলে ধরেন। ইউনিটের উপ-পরিচালক জনাব নাজমুল শাহাদত অতীত কর্মকাণ্ড স্মরণ করে বলেন, “কোভিড-১৯ মহামারির সময় এ ইউনিটের স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে দাঁড়িয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা ইতিহাস হয়ে থাকবে।”
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী। তিনি বলেন, “সংকটময় মুহূর্তে যখন অনেকেই পেছনে সরে যায়, তখন রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা সম্মুখভাগে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে।” তিনি রক্তদান কার্যক্রমকে আরও বিস্তৃত করতে একটি স্থায়ী ব্লাড ব্যাংক স্থাপনের পরামর্শ দেন এবং স্বেচ্ছাসেবকদের কাজের প্রামাণ্যচিত্র সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে যুব প্রধান প্রধান মো. আরাফাত হোসেন যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে একটি স্থায়ী ব্লাড ব্যাংকে যুব সদস্যদের যুক্ত করার দাবি উত্থাপন করলে জেলা প্রশাসক মহাদয় আধুনিক জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক কে ব্লাড ব্যাংকটি ২৪ ঘন্টা খোলা রেখে সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণে নির্দেশনা প্রদান করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল মানবতা, সেবাবোধ ও ভবিষ্যতের দায়বদ্ধতাকে সামনে রেখে একটি সফল ও অনুপ্রেরণামূলক আয়োজন।