বিশেষ প্রতিবেদক:
দীর্ঘ চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ দুপুরে ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। তাঁকে বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাজপথে নেতাকর্মীদের ঢল নামে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বিএনপি কর্মী-সমর্থক দলীয় ও জাতীয় পতাকা হাতে জড়ো হন। তাঁরা “দেশনেত্রী ফিরে এসেছেন, গণতন্ত্র ফিরে আসবে”—এই স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ।
খালেদা জিয়ার গাড়িবহর যখন বিমানবন্দর থেকে বের হয়, তখন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, চিকিৎসা শেষে বেগম জিয়া এখন কিছুটা সুস্থ, তবে তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, “দেশনেত্রীকে ফিরে পেয়ে আমরা উজ্জীবিত। এটা গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রার শুরু।”
এদিকে, ঢাকায় তাঁর আগমনের খবরে সারা দেশজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে উদ্দীপনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও মিছিল।