বগুড়ায় কৃষি উন্নয়ন,পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে তারুন্যের ভাবনা শীর্ষক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিত্য তথ্য বগুড়া

নিত্য নিউজ প্রতিবেদক:

‘কৃষি উন্নয়ন’ পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আসন্ন সমাবেশ সংক্রান্ত এক যৌথ প্রস্তুতি সভা বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে করতোয়া কনভেনশন হলে প্রস্তুতি সভায় রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের কেন্দ্রীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আঃ খালেক ও আমিনুল হক, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *