নিত্য নিউজ প্রতিনিধি:
বগুড়ার সুপরিচিত ব্যক্তিত্ব, বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের নিবেদিত কর্মী মাহাবুবুর রহমান মানিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সমবার সকালে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মাহাবুবুর রহমান মানিক দীর্ঘদিন ধরে বগুড়ার সাংস্কৃতিক আন্দোলন এবং শ্রমিক সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন ও শ্রমিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা নামাজের সময় ও স্থান পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে বগুড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।