বগুড়ার সারিয়াকান্দিতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

বগুড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নে উত্তর শংকরপুর পাকা রাস্তা থেকে দক্ষিণে এফাজ ফকিরের বাড়ির ব্রিজ পর্যন্ত দেড় কিলোমিটার দৈর্ঘ্যের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে ব্যবহৃত ইটগুলো এতটাই নিম্নমানের যে, সামান্য চাপেই তা ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে। ফলে কাজ শেষ হওয়ার আগেই রাস্তাটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, অল্পদিনের মধ্যেই রাস্তার পিচ্ছিল ও ভঙ্গুর অবস্থা তৈরি হবে, যা জনসাধারণের চলাচলে মারাত্মক ভোগান্তির কারণ হবে।

উত্তর শংকরপুর গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা বছরের পর বছর এই রাস্তাটি সংস্কারের দাবি করে এসেছি। এখন যখন কাজ শুরু হয়েছে, তখন নিম্নমানের ইট ব্যবহার করে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।”

আরেকজন ক্ষুব্ধ কৃষক বলেন, “আমাদের কৃষিপণ্য এই রাস্তা দিয়েই বাজারে নিয়ে যেতে হয়। যদি রাস্তা ভেঙে যায়, তাহলে আমাদের জীবিকা চরমভাবে বাধাগ্রস্ত হবে।”

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজের সঠিক তদারকির অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। তারা দ্রুত নির্মাণকাজ বন্ধ করে যথাযথ মান যাচাই করে পুনরায় টেকসই নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি ইতোমধ্যে কিছু জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের নজরে এসেছে। তারা এলাকাবাসীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে এলাকাবাসী বলছেন, কেবল আশ্বাসে তারা সন্তুষ্ট নন, বরং দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান।

উল্লেখ্য, দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কটি শুধু উত্তর শংকরপুর নয়, আশেপাশের একাধিক গ্রামের মানুষের জন্য কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবায় যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম। তাই রাস্তার মান বজায় রাখা অত্যন্ত জরুরি।

এলাকাবাসী প্রত্যাশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি আমলে নেবে এবং জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *