বগুড়ায় দুদিন ব্যাপি প্রাণি সম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

বগুড়া

নিত্য নিউজ প্রতিবেদক:

নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়নে বগুড়ায় শুরু হয়েছে দুদিন ব্যাপি প্রাণি সম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা মেলা।
শনিবার দুপুরে বগুড়ার বনানী গাক সেন্টার চত্বরে এ মেলার উদ্বোধন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক হাবিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসান কবির, গাক এর সিনিয়ার পরিচালক ড. মাহবুব আলম
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেন
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে কাজ করছে আরএমটিপি প্রকল্প। বিগত তিন বছরে প্রায় ২৭ হাজার উদ্যোক্তা ও কৃষকের সাথে কাজ করে নিরাপদ পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রকল্পটি।
ডেনমার্কের আর্থিক সহয়তায় এ মেলায় প্রায় ৫০ টি স্টল স্থান পায়।
বিকেলে গাক সভাকক্ষে

এছাড়া প্রাণিসম্পদ খাতের বিদ্যমান সমস্যা ও বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে গাকের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আঞ্চলিক কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেদুজ্জামান।
কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে বাংলা গ্যাপ চালু বিষয়ক উপস্থাপনা দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহসান কবীর এবং পণ্যের সনদায়ন ও মাংস আমদানিতে নীতিমালা উন্নয়ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডিএআইসি, রংপুর-এর ড. মোঃ জোবাইদুল কবীর।
বক্তারা প্রাণিসম্পদ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে নিরাপদ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে বিদ্যমান সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *