নিত্যনিউজ প্রতিবেদক:
আম পাতা জোড়া জোড়া লিমেরিক ছড়াগ্রন্থের আলোচনা সভা বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ম্যক্স মোটেল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
শুদ্ধসার বগুড়ার আয়োজনে সংগঠনের সহসভাপতি আতিকুর রহমান মিঠুর সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন প্রফেসর মুহম্মদ শহিদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু,কবি রাহমান ওয়াহিদ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ছড়াকার রতন খান, কবি জয়েন্ত দেব, কলামিস্ট মোন্তেজার রহমান মন্টু, আবেদা আশরাফ ও আমির খসরু সেলিম।
অনুষ্ঠান পরিচালনা করেন শুদ্ধস্বরের সাধারন সম্পাদক আব্দুল খালেক।
অনুষ্ঠানে আম পাতা জোড়া জোড়া লিমেরিক ছড়াগ্রন্থের ছড়াকার আফোজ জাহানকে শুদ্ধস্বরের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।