জয়পুরহাটে ভাড়াটিয়া খুনির গুলিতে ছাত্রদল নেতা অহত

জয়পুরহাট নিত্য তথ্য বিএনপি

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন মন্ডলকে লক্ষ‍‍্য করে গুলি করে পালানোর সময় কোয়েল হোসেন ( ৩০) নামে এক ভাড়াটিয়া খুনিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে রাত ১০টায় এ ঘটনা ঘটে। অটককৃত কোয়েল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শামিম সুপার মার্কেটের সামনে বসে আড্ডা দিচ্ছেলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ৪ জন হেলমেট পরিহীত বহিরাগত ভাড়াটিয়া খুনি শামিমকে লক্ষ‍্য করে গুলি করলে তা লক্ষ‍্যভ্রষ্ট হয়। এ সময় শামিম চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে খুনিদের ধাওয়া দিলে দুটি মোটরসাইকেলে করে খুনিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা একজনকে মোটরসাইকেল ও রিভালভারসহ আটক করে। অপর তিনজন পালিয়ে যায়। আটককৃত কুয়েলকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেয়। এতে করে সে আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন‍্য জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *