বগুড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন 

জাতীয় বগুড়া বাংলাদেশ

নিত্য নিউজ প্রতিবেদক:

“পয়লা বৈশাখ” বর্ষবরণ উৎসবে মেতেছে বগুড়াবাসী। অশুভ, হতাশা আর পুরোনো গ্লানি পেছনে ফেলে সত্য ও সুন্দরের পথে নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় মঙ্গলবারতা ছড়িয়ে ১৪২৯ সনের বাংলা বর্ষবরণে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এ বারের প্রতিপাদ্য বিষয় ‘নববর্ষের ঐকতা, ফ্যাসিবাদের অবসান’।

সোমবার (১৪ এপ্রিল) সকালে বগুড়া জেলা প্রশাসন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ খোকন পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।

মঙ্গল শোভাযাত্রায় জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জিদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদসা ছাড়াও সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেন। পরে শহীদ খোকন পার্কে বর্ষবরণ অনুষ্ঠান হয়।

সকাল ১০টায় সাতমাথায় চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শিশু-কিশোর মেলা বগুড়া জেলা শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে অশুভ শক্তি, মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করে দেশকে আলোর পথে নেওয়ার অঙ্গীকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *