নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী গ্রামে অভিযান চালিয়ে শিয়াব হোসেন সাগর নামের এক প্রতারককে গ্রফতার করেছে র্যাব।
র্যাব ১২ বগুড়ার কম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান
শিয়াব র্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেইল করে শারিরিক সম্পর্ক স্থাপন করতো এবং পরবর্তীতে তাকে নানা ভাবে প্রতারনা করে অর্থ আদায় এবং পুনরায় ধর্ষন করতো। তার বিরুদ্ধে এমন অনেক মামলা রয়েছে।
১২ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শিয়াব হাজরাদিঘি গ্রামের আব্দুল হান্নান,ও আম্বিয়া বেগম এর পুত্র।
তার কাছ থেকে দুটি স্মার্ট দুটি বাটন ফোন তিনটি সীম, মেমোরি কার্ড- বার্মিজ চাকু,রামদা, চাপাতি উদ্ধার করা হয়।