জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রাম উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মাহমুদ আলম মোল্লাকে অপহরণের ২০ ঘন্টা পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
রোববার (১৩ এপ্রিল) বিকেল ৪ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকার গতন শহরে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
মাহমুদ আলম মোল্লা জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা সামছুল আলমের ছোট ভাই। তিনি কোমর গ্রাম উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।
অপহরণের ঘটনায় আজ বিকেলে বিদ্যালয়ের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহা সড়কের দুই ধারে মানববন্ধনে অংশগ্রহন করেন।
মাহমুদুল আলম মোল্লা জানান, শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় কোমরগ্রাম উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে নিজ ফার্মেসীতে বসে ছিলাম। হঠাৎ করেই একটি হাইস গাড়ী এসে কিছু বুঝে ওঠার আগেই আমাকে তুলে নিয়ে যায়। এরপর তারা আমার চোখ ও হাত বেঁধে ফেলেন। তারা সারা রাত ২০ মিনিট পরপর স্থান পরিবর্তনের সাথে সাথে মোটা অঙ্কের টাকা দাবী করেন। না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকী দেয় তারা। সর্বশেষ অপহরণকারীরা একটি বাসার ২য় তলায় রেখে আজ বিকেলে চোখ বাঁধা অবস্থায় হেলমেট পড়িয়ে একটি মোটরসাইকেলে করে পুরানাপৈল এলাকার গতন শহরে নেমে দেয়।
এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন-অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ইতোমধ্যেই ওই শিক্ষক উদ্ধার হয়েছে। পরিবারের পক্ষ থেকে অপহরণকারীদের নাম উল্লেখ করে মামলা করা হলে, আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখবো।