মানবতার সেবায় অবদান রাখায় আদনান হোসেনকে সম্মাননা স্মারক প্রদান

নিত্য তথ্য বগুড়া

নিত্যনিউজ প্রতিবেদক:

 “নিরাপদ রক্ত দিন, মানবতার বন্ধন গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবতার সেবায় বিশেষ অবদান রাখার জন্য মোঃ আদনান হোসেন-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

তিনি বগুড়ার একজন রক্তদাতা হিসেবে ২৭তম বার রক্তদান করেছেন, যা নিঃস্বার্থ মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর রক্তের গ্রুপ O+

এই সম্মাননা প্রদান করেছে আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন, একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন, যারা ২০২৪ সাল থেকে নিয়মিত রক্তদানের মতো মহৎ কাজ পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আদনান হোসেনের এমন আত্মত্যাগ ও মানবিক দায়িত্ববোধকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যতেও সমাজে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এ ধরনের স্বেচ্ছাসেবী কর্মসূচি দেশের রক্ত সংকট মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলেও জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *