নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের নেতা বাবা ও ছেলেকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) এবং তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজ (৪০)।
শনিবার ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান।
পুলিশ জানায়, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলালের নামে পাঁচটি এবং সুরুজের নামে চারটি মামলা রয়েছে।
ডিবি পুলিশ তাদের গ্রেপ্তারের পর বগুড়া নিয়ে আসছে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র।