বগুড়ায় অনুষ্ঠিত হলো সাধু মেলা, বাউল গানের আসর

নিত্য তথ্য বগুড়া

নিত্য নিুজ প্রতিবেদক:

সোমবার পহেলা বৈশাখ ১৪৩২ সাল। বাংলা নববর্ষ। নববর্যের প্রথম মাস বৈশাখের আগমন উপলক্ষে বগুড়া শহরের খোকন পার্কে শনিবার অনুষ্ঠিত হলো সাধু মেলা।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় শুরু হওয়া ব্যতিক্রমী এই আয়োজনে বগুড়া জয়পুরহাট এবং সিরাজগঞ্জ থেকে প্রায় ৩০ জন বাউলশিল্পীরা অংশ নিচ্ছেন । দীর্ঘদিন পর এই ধরনের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে শহরের সংস্কৃতিপ্রেমী মানুষদের মনে। বাউলরা এতদিন পর গানের মাধ্যমে তাদেরকে সম্মানিত করায় বেশ খুশী। সরকারের পৃষ্ঠপোষকতায় এমন অনুষ্ঠান বারবার অনুষ্ঠিত হবে এমন আশা করছেন তারা।

বগুড়া টিটু মিলোন আয়তে- সাধু মেলা।

বগুড়ায় বাংলা নববর্ষ উপলক্ষে টিটু মিলনায়তনে ১৫ দিন ব্যাপি বৈশাখী মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া বর্ষবরন উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এক বর্নাঢ্য র্যালীর আয়োজন করেছে।

এ সময় জেলার কালচারাল অফিসার মাহামুদুল হাসান তার বক্তব্যে বলেন, সাধু মেলার মত আয়োজন গ্রাম বাংলার বাউল শিল্পিদের সঙ্গিত চর্চাকে আরো উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *