নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়ায় জেলা বিএনপি কার্যালয়ে জরুরী আলোচনা সভা এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের সকল নেতা-কর্মীদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বগুড়ার দলীয় কার্যালয়ে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে এ জরুরী সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেনসহ আরো অনেকেই।
জরুরী আলোচনা সভা শেষে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের সকল নেতা-কর্মী ও দেশের মানুষের সুস্থতা কামনাসহ ফিলিস্তিনিবাসীর হেফাজতে দোয়া করা হয়।