নিত্য নিউজ প্রতিবেদক :
বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশনে উন্নীত করার ব্যাপারে গণশুনানির জন্য বগুড়ার জেলা প্রশাসককে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগ এর সিটি করপোরেশন শাখা থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) জারিকৃত একটি চিঠিতে বগুড়া জেলার গেজেটভুক্ত মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠানো চিঠিতে বলা হয়, “বগুড়া পৌর এলাকা ও আশপাশের অঞ্চল নিয়ে সিটি করপোরেশন গঠনের লক্ষ্যে ‘সিটি করপোরেশন (প্রতিষ্ঠা) বিধিমালা, ২০২৩’ এর বিধি ৬ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের জন্য নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত ও অন্যান্য তথ্যসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের অনুরোধ করা হলো।”
স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ এর স্বাক্ষরিত চিঠিতে, বগুড়া পৌরসভার প্রশাসককে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এলজিডি এই চিঠি জারি করেছে।
এ বিষয়ে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, “আমরা ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। শনিবার সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।